মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে স্বাস্থ্যসেবা দিয়েছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডসশিপ। জেলার সদর উপজেলার চরযাত্রাপুরসহ চিলমারী, রৌমারী, রাজীবপুর উপজেলায় ৫টি মেডিকেল টিম এ কার্যক্রম চলছে। এক একটি ক্যাম্পে প্রতিদিন গড়ে ২৫০ বানভাসী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দিচ্ছে সংস্থাটি।
মঙ্গলবার সকালে চরযাত্রাপুর ফ্রেন্ডসশিপ স্কুল মাঠে ক্যাম্পে উপস্থিত ছিলেন ফ্রেন্ডসশিপের কুড়িগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, সহকারি প্রকল্প ব্যবস্থাপক নাজমুল হোসেন, দূর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থাপক মাহফুজার রহমান প্রমূখ।
গত ৯ জুলাই থেকে ৫টি মেডিকেল টিম বানভাসীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এখানে বিভিন্ন পানিবাহিত রোগ ছাড়াও প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে।