শনিবার , অক্টোবর ৫ ২০২৪
Home / সারা দেশ / চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মৃত্যু **

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মৃত্যু **

শাহীন সারোয়ার, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামে একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নগরের বন্দর থানার মধ্যম হালিশহর বাকের আলী ফকিরের টেক হায়দার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সারেংকাঠি গ্রামের মো. কালুর স্ত্রী শিউলি আক্তার ও তাদের সাড়ে ছয়বছর বয়সী মেয়ে লামিয়া আক্তার। পেশায় রিকশা চালক মো. কালু পরিবার নিয়ে হায়দার কলোনীতে ভাড়া থাকতেন। বন্দর থানার উপ পরিদর্শক আবদুর রহিম মিয়া বলেন, ‘রাত ৮টার দিকে কালুর বাসায় সিলিন্ডার বিস্ফোরণ হলে কলোনিতে আগুন লেগে যায়। আগুনে ঘরের মধ্যেই মা-মেয়ে পুড়ে মারা যায়। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত নয়টি ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, আগুনে কলোনির নয়টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

About admin

Check Also

কাউনিয়ায় সমবায়ীদের নিয়ে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া : উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা সমবায় কার্যালয়ের সার্বিক …

কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর): কৃষি ও কৃষক সেবায় নিয়োজিত আমরা শ্লোগানে রংপুরের …

কাউনিয়ায় বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) থেকে: কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সারাদিন উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *