শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

কামাল আহমেদ,লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুর মাতৃছায়া হাসপাতালে ভুল চিকিৎসায় আলী হায়দার (৬০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হায়দার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে ও স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও নিহত রোগীর স্বজনরা জানায়,  সোমবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে হায়দারকে মাতৃছায়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মাতৃছায়া হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেন রোগীর ডায়রিয়া রোগ নির্ণয় করে চিকিৎসাপত্র প্রদান করেন। রোগীর অবস্থার অবনতি হলে রোগীকে চাঁদপুর ডায়রিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্বজনরা রায়পুরের মাতৃছায়া হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রোগীর স্বজন মো. হারুন জানান, স্ট্রোকের রোগীকে ডায়রিয়ার রোগী হিসেবে চিকিৎসা দেওয়ায় আলী হায়দার মারা যান। এ ঘটনায় চিকিৎসককে আসামি করে মামলা করা হবে।

হাসপাতালের ব্যবস্থাপক মো. তুহিন চৌধুরী জানান, আলী হায়দার নামে এক ব্যাক্তিকে ডায়রিয়া রোগী হিসেবে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। পরে ওই রোগী মারা গেলে রাতে মাতৃছায়া হাসপাতালের চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেনের খোঁজ করে রোগীর স্বজনরা ভাঙচুর করে। পরে পুলিশ এসে জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *