মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

কুড়িগ্রামে চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় এক ইউপি চেয়ারম্যান জেল হাজতে ***

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুনকে চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ বিচারক মুন্সী রাফিউল আলম তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

দুদক’র আইনজীবী ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ জুন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ হাজার ৬৩৪ গরীর দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। তাদের মধ্যে ৬৪৬ জন উপকারভোগী চাল পায়নি জানিয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেন। সেদিনই ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বাদি হয়ে পেনাল কোডের ৪০৯ ধারায় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুনকে আসামী করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ উচ্চ আদালতে গেলে তাকে নিম্ন আদালত থেকে জামিন নেয়ার পরামর্শ দেন। বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতে বিজ্ঞ জজ মুন্সি রাফিউল আলমের আদালতে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক তার জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আমজাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *