এস আর শান্ত,চিলমারী প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা ঢলে ও টানা বৃষ্টিতে আবারো কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার্ত মানুষ আতংকিত হয়ে পড়েছে। গত ২৪ঘন্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদে ১৪ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দীর্ঘমেয়াদি হওয়ায় মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। রাজারভিটা ফাযিল ডিগ্রী মাদ্রাসা, চর বৈলমনদিয়ারখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বজরা তবকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিলমারী প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাউবো বাঁধে আশ্রিত বন্যার্তরা দীর্ঘদিন থেকে আশ্রয় নিয়া থাকার ফলে তাদের মাঝে বিশুদ্ধ পানি, খাদ্য, স্যানিটেশন ও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। ফলে তাদের মাঝে বিভিন্ন পানি বাহিত বিভিন্ন রোগও ছড়িয়ে পড়ছে। অনেকেই ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ও সর্দিজ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। গত ১সপ্তাহে সিফাদ (১৪), ওমর আলী (৯০), আব্দুল বারী (৬২) আব্দুল মালেক (৫০) আইয়ুব আলী(৫৫)সহ ২৬জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় অন্যান্য রোগীদের সামাল দিতে ডাক্তারদের হিমসিম খেতে হচ্ছে। অপর দিকে রাজারভিটা এলাকা সহ বিভিন্ন এলাকায় ১০দিন যাবৎ বিদ্যুৎ সরবরাহ না থাকায় বানভাসি মানুষের অবস্থা আরও চরমে উঠেছে।