শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / উলিপুরে বন্যার্তদের মাঝে কুড়িগ্রাম সোসাইটি ঢাকা এর ত্রাণ বিতরণ ***

উলিপুরে বন্যার্তদের মাঝে কুড়িগ্রাম সোসাইটি ঢাকা এর ত্রাণ বিতরণ ***

এম এ কে লিমন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সোসাইটি ঢাকা ও জেড ফাউন্ডেশন ভার্জিনিয়া(ইউএসএ)’র অর্থায়নে উপজেলার দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নে বন্যার্ত অসহায় প্রতিজনকে চিড়া গুড়,চাল,ডাল,আলু,বিস্কুট তেল ও লবন বিতরন করা হয়েছে।
ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিনিয়ার মোঃ আশরাফুল আলম চিশতী শাহীন,কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র উপদেষ্টা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উলিপুর উপজেলার শাখার আহবায়ক ও মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আবু জাফর সোহেল রানা,সাবেক উলিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজ রুহুল আমীন,কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন সরকার,আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম সুজন, ক্রাইম অনুসন্ধানের জেলা প্রতিনিধি মোঃ জাহিদ, রানীগঞ্জ কয়ারপাড় বীরবিক্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মন্জুরুল আলম,এনজিও কর্মী রেদওয়ানুর রহমান মারুফ প্রমুখ।
ত্রাণ পেয়ে হাসি মুখে জরিনা বেগম,আমেনা বেওয়া,নুর বানু,বিলকিছ বেগম,কহিনুরসহ বেশ কয়েকজন জানান,বানের পানিত হামারগুলের ঘরবাড়ি ভাসি গেইছে।হামরা এলা কডে থাকমো বাহে।হামার খাওয়ার মত কিছু নাই।হামরা না খায়া আছি।তোমরাগুলে হামাক খাবার দিলেন আল্লাহ তোমার ভাল করবে বাহে।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *