সোহেল রানা,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সোসাইটি ঢাকা ও জেড ফাউন্ডেশন ভার্জিনিয়া(ইউএসএ)’র অর্থায়নে উপজেলার বালাবাড়ি স্টেশনে আশ্রয় নেয়া বানভাসী ও বানু কিশামত(নালার পাড়)সহ বেশ কয়েকটি এলাকার বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র উপদেষ্টা ও মুভি বাংলা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ আবু জাফর সোহেল রানা’র নেতৃত্বে ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন,চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, চিলমারী রেডিও ইনচার্জ বশির আহমেদ,প্রভাষক মিজান প্রমুখ।
এর আগে দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রলাকাটা চরাঞ্চলে কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিনিয়ার মোঃ আশরাফুল আলম চিশতী শাহীন এর নেতৃত্বে ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন সরকার,প্রবর্তন ফাউন্ডেশনের এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও সভাপতি সাব্বির খান সায়েম প্রমুখ।