সোমবার , ফেব্রুয়ারি ১৭ ২০২৫
Home / সারা দেশ / নওগাঁয় জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ***

নওগাঁয় জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ***

মমতাজ সাথী,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় এ্যাডঃ খোদাদাদ খান পিটু সভাপতি বিমান কুমার রায় ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার দুপুরে সম্মেলন উদ্ধোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধূরী, সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশীদ।
জেলা যুবলীগের আহবায়ক এ্যাডঃ খোদাদাদ খান পিটু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, শহিদুজ্জামান সরকার এমপি, ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত ও মুজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রথম অধিবেশনে জেলা যুবলীগের কমিটি ভেঙ্গে দেন। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়। শুরুতে সভাপতি পদে দুজন প্রার্থী ছিলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও সাবেক আহবায়ক এ্যাডঃ খোদাদাদ খান পিটু। আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক তার সভাপতি পদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় এ্যাডঃ খোদাদাদ খান পিটু সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ৬জন প্রার্থী। তারা হলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল হাদি তিতাস ,  সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা ও বিমান কুমার রায়, যুবলীগ নেতা রাজেশ মুজুমদার, ডিএম আতা ও স্বাধীন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৩৫২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিমান কুমার রায়কে ৯২ ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার ফলাফল ঘোষনা করেন। ৬ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কনিষ্ট প্রার্থী বিমান কুমার রায়।#

About admin

Check Also

কাউনিয়ায় সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধি   কাউনিয়ার বিজলের ঘুন্টি নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার বিকালে …

কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)থেকে: কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারন সভা ২০২৫ রেজিষ্ট্রি …

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে কাউনিয়ায় কফিন মিছিল

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,   গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *