শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / বগুড়ায় কলেজছাত্রীর আত্মহত্যা ***

বগুড়ায় কলেজছাত্রীর আত্মহত্যা ***

বগুড়ায় তৃষা আক্তার (১৮)  নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি শহরের মালগ্রামের চাপড়পাড়া এলাকার জিব্রাইল হোসেনের মেয়ে। চলতি বছর বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন তিনি।

শুক্রবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও  হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, গত ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় তৃষা আশানুরুপ জিপিএ-৫ অর্জন করতে পারেননি। এরপর থেকে তিনি চরম হতাশায় ভুগতে শুরু করেন। বন্ধুদের অনেকে জিপিএ-৫ পাওয়ায় তৃষার হতাশা আরও বেড়ে যায়। এই হতাশা থেকেই তিনি শুক্রবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তৃষার ভগ্নিপতি নবীন জানান, শুক্রবার নামাজের সময় বাসায় কেউ ছিল না। তৃষার বাবা ব্যবসার কাজে এবং মা পার্লারের কাজ করার জন্য বাইরে ছিলেন। ফাঁকা বাসায় তৃষা নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, তৃষা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তার পরিবারের ধারনা, পরীক্ষায় রেজাল্ট ভালো করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *