বগুড়ায় তৃষা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি শহরের মালগ্রামের চাপড়পাড়া এলাকার জিব্রাইল হোসেনের মেয়ে। চলতি বছর বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন তিনি।
শুক্রবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, গত ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় তৃষা আশানুরুপ জিপিএ-৫ অর্জন করতে পারেননি। এরপর থেকে তিনি চরম হতাশায় ভুগতে শুরু করেন। বন্ধুদের অনেকে জিপিএ-৫ পাওয়ায় তৃষার হতাশা আরও বেড়ে যায়। এই হতাশা থেকেই তিনি শুক্রবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তৃষার ভগ্নিপতি নবীন জানান, শুক্রবার নামাজের সময় বাসায় কেউ ছিল না। তৃষার বাবা ব্যবসার কাজে এবং মা পার্লারের কাজ করার জন্য বাইরে ছিলেন। ফাঁকা বাসায় তৃষা নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, তৃষা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তার পরিবারের ধারনা, পরীক্ষায় রেজাল্ট ভালো করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।