মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

বন্যা নিয়ন্ত্রণে সরকার দায়সারা কাজ করছে-মির্জা ফকরুল ****

আলমগীর হোসাইন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চলমান বন্যা নিয়ন্ত্রণে সরকার দায়সারা গোছের কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নতুন বাসস্ট্যান্ডে দলীয় ত্রাণ বিতরণী অনুষ্ঠান পূর্ব সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম মোটেও পর্যাপ্ত নয়, দায়সারা গোছের। এই বন্যায় একদিকে যেমন বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে অন্যদিকে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অঞ্চলে প্রতিবছরই ভয়াবহ বন্যা হয়। কুড়িগ্রামের চিলমারীর বন্যা স্থায়ী নিয়ন্ত্রণে সরকারের কোন দীর্ঘ মেয়াদী পরিকল্পণা নেই। কারণ বর্তমান সরকারের জনগণের কাছে কোন দায়বদ্ধতা নেই। তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে তিনি দলীয় ত্রাণ বিতরণের অংশ হিসেবে উপজেলার ৩’শ জন বন্যাতের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করেন। এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি’র রংপুর বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম, চিলমারী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারি সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *