শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / জাতীয় / বন্যা নিয়ন্ত্রণে সরকার দায়সারা কাজ করছে-মির্জা ফকরুল ****

বন্যা নিয়ন্ত্রণে সরকার দায়সারা কাজ করছে-মির্জা ফকরুল ****

আলমগীর হোসাইন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চলমান বন্যা নিয়ন্ত্রণে সরকার দায়সারা গোছের কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নতুন বাসস্ট্যান্ডে দলীয় ত্রাণ বিতরণী অনুষ্ঠান পূর্ব সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম মোটেও পর্যাপ্ত নয়, দায়সারা গোছের। এই বন্যায় একদিকে যেমন বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে অন্যদিকে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অঞ্চলে প্রতিবছরই ভয়াবহ বন্যা হয়। কুড়িগ্রামের চিলমারীর বন্যা স্থায়ী নিয়ন্ত্রণে সরকারের কোন দীর্ঘ মেয়াদী পরিকল্পণা নেই। কারণ বর্তমান সরকারের জনগণের কাছে কোন দায়বদ্ধতা নেই। তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে তিনি দলীয় ত্রাণ বিতরণের অংশ হিসেবে উপজেলার ৩’শ জন বন্যাতের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করেন। এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি’র রংপুর বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম, চিলমারী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারি সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন প্রমূখ উপস্থিত ছিলেন।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *