আবু জাফর সোহেল রানা ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর থানা আয়োজনে রোববার(২৮ জুলাই) সকালে ছেলেধরা ও মাথাকাটা গুজব সংক্রান্ত সচেতনতা সপ্তাহ(২৫ জুলাই হতে ৩১ জুলাই) উপলক্ষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালচনায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল) আল মাহমুদ হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মাকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ী,উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।
এসময় বক্তারা বলেন,পদ্মা সেতু বানাতে মানুষের মাথা লাগবে এটা গুজব। ফ্যাগ ফেসবুক আইডি ব্যবহার করে এমন ভূয়া খবর দেয়া হচ্ছে।যা সম্পুর্ন ভূয়া,মিথ্যা ও বানোয়াট। ছেলেধরা ও মাথাকাটা গুজবে কান না দিয়ে সকলকে সজাগ ও স্বাভাবিক জীবনযাপন করার আহবান জানান।গুজব সৃষ্টিকারীদের কোন পরিচয় বা তথ্য পেলে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
ছেলেধরা ও মাথাকাটা গুজব সংক্রান্ত সচেতনতা সপ্তাহ র্যালিতে বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।