কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের মহাদেব ফকির পাড়া গ্রামের জনৈক ৯ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,জনৈক ওই মেয়ে রাজারহাট উপজেলার শরফ উদ্দিন মহিলা দাখিল মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।গত শনিবার মাদ্রাসা যাওয়ার সময় পরিচিত রাজারহাট উপজেলার বালাকান্দি হাজিপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র আবু সায়েম(১৯) জিয়া পুকুরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেলে তুলে নেয়।কুড়িগ্রাম শহরে তার বন্ধুর নানার বাড়িতে নিয়ে আবু সায়েম ওই মাদ্রাসা ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।পরে ঘটনাটি জানাজানি হলে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার (২৯ জুলাই) সায়েমসহ তিন জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সায়েমের মামা আলম মিয়া (৫৫) কে গ্রেফতার করে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, আটক আলম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।