বুধবার , অক্টোবর ৯ ২০২৪
Home / সারা দেশ / কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি: ঘর-বাড়িতে ফিরলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের***

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি: ঘর-বাড়িতে ফিরলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের***

এম এ কে লিমন, বিশেষ প্রতিনিধিঃ

নদ-নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে. ঘরে ফিরেছে বেশির ভাগ বানভাসী মানুষ. তরে ঘরে ফিরলেও বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়িতে দুর্ভোগ বেড়েছে তাদের. বন্যা কবলিত এলাকাগুলোর রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় চলাচলেরও দর্ভোগ বেড়েছে তাদের.
তবে বন্যার পানির প্রবল ¯্রােতে ঘর-বাড়ি হারানো পরিবারগুলোর ঘরে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে. এসব পরিবার উঁচু জায়গায় আশ্রয় নিয়ে পরিবার পরিজনসহ মানবেতর জীবন-যাপন করছেন.
এবারের বন্যা দীর্ঘ মেয়াদী হওয়ায় এবং ফসলের মাঠ এখনও পানির নীচে তলিয়ে থাকায় বেকার হয়ে পড়েছেন দিন মজুর শ্রেনীর মানুষেরা. এ অবস্থায় সরকারী-বেসরকারী ত্রাণের উপরই নির্ভরশীল হয়ে পড়েছেন তারা. কিন্ত সে ত্রাণ সহায়তাও অপ্রতুল হওয়ায় খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা.
বন্যার পানিতে দীর্ঘদিন তলিয়ে থাকায় জেলার 9 উপজেলায় প্রায় ২0 হাজার হেক্টর জমির উবশি ধান, বীজতলা, পটল ক্ষেত, ঢেড়স, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেত সম্পুর্ণরুপে নষ্ট হয়ে গেছে.
সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নের পটল চাষী নুর ইসলাম জানান, আমি দুই বিঘা জমিতে পটলের আবাদ করেছিলাম. পটল বিক্রি করেই সংসারের খরচ চালাতাম. কিন্তু বন্যার পানিতে দীর্ঘ সময় তলিয়ে থাকায় তা সম্পুর্ণরুপে নষ্ট হয়ে গেছে.
বন্যা দুর্গতদের মাঝে প্রতিদিনই স্বল্প পরিসরে ত্রাণ বিতরন করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন.
বন্যার শুরুর দিকে জেলা প্রশাসন থেকে জেলার বন্যা কবলিত সাড়ে 9 লাখ মানুষের জন্য 1 হাজার মেট্রিক টন চাল, 10 হাজার 5 শ প্যাকেট শুকনো খাবার এবং ২4 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল. যা বরাদ্দ দেয়ার পরপরই বিতরণও শেষ হয়েছে. এরপরে আর নতুন করে কোন বরাদ্দ দেয়া হয়নি.
বন্যা দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মসহ নানা পানি বাহিত রোগ.

About admin

Check Also

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

কাউনিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে জন্ম ও মৃত্যু নিবন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *