কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার দুর্গম চরাঞ্চল ছাড়াও উলিপুর, চিলমারী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বানভাসি মানুষের জন্য ১০ দিন ধরে ত্রাণ সহায়তা হিসেবে নগদ টাকাসহ শুকনো খাবার, চাল, ডাল, তেল, জরুরি ওষুধ বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে প্রত্যন্ত চেরাগের আলগার চরে কুড়িগ্রাম প্রেসক্লাবের তত্ত্বাবধানে ও ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে ছাত্রলীগ সভাপতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবাবের সদস্যদের খোঁজ-খবর নেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তার সহায়তায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার, নগদ টাকাসহ বিভিন্ন নিত্যপণ্য বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দুর্গম চেরাগের আলগার চরে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, বিশিষ্ট কবি ও সাংবাদিক মিজান খন্দকার জেলা ছাত্রলীগের লিংকনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা-কর্মীরা।