শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / কুড়িগ্রাম যৌতুক মামলায় কারাগারে বিজিবি সদস্য রতন চন্দ্র ***

কুড়িগ্রাম যৌতুক মামলায় কারাগারে বিজিবি সদস্য রতন চন্দ্র ***

 

আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
কুড়িগ্রামে যৌতুক মামলায় ৩ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হলেন বিজিবি সদস্য রতন চন্দ্র বর্মন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মন এই রায় প্রদান করেন। অভিযুক্ত রতন চন্দ্র বর্মন সিলেট-৫২ বিজিবি’র সদস্য। তার সিপাহী নম্বর-৯৭১০০।
গত ২৮ জুলাই সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকার খালিসা জালপাড়া গ্রামের মৃত দীনেশ চন্দ্র বর্মনের পুত্র শ্রী রতন চন্দ্র বর্মন আত্মসর্মণ করতে আসলে স্ত্রী শ্রীমতি দিতী রায়ের করা যৌতুক মামলায় কুড়িগ্রাম বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মন যৌতুক নিরোধ আইন, ১৯৮০ এর ০৪ ধারায় অভিযোগে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
জানা যায়, রতন চন্দ্র বর্মন ২০১৭ সালে ৭ লক্ষ টাকা যৌতুকের বিনিময়ে একই এলাকার সুনীল চন্দ্র বর্মনের কন্যা শ্রীমতি দিতী রায়কে বিয়ে করেন। কিছুদিন যেতে না যেতে আবারো ১০ লক্ষ টাকার জন্য দিতী রায়কে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে দিতী রায় কুড়িগ্রাম আদালতে গত ০৩/১২/২০১৭ইং তারিখ যৌতুক মামলা দায়ের করে। যার মামলা নং-সিআর-৩০৭/২০১৭। এরই প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক গত ২৭/১২/২০১৮ইং তারিখ শ্রী রতন চন্দ্র বর্মনকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় ঘোষণা করেন।
আদালতের রায়ের ৭ মাস পর গত ২৮/০৭/২০১৯ইং তারিখ জামিনের আবেদন জানিয়ে আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
অভিযুক্ত শ্রী রতন চন্দ্র বর্মনের স্ত্রী শ্রীমতি দিতী রায় জানান, আমরা দুজন সম্পর্ক করে বিয়ে করলেও শুধু যৌতুক না দেয়ায় আমার স্বামী অন্য মেয়েকে আবার বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হই।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *