লালমনিরহাট প্রতিনিধিঃ
চুরি হওয়ার ভয়ে নিজের অটোরিক্সায় বিদ্যুতের জড়িয়ে রাখা তারের সাথে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হাফেজুল ইসলাম হাফে (৩৩) নামে এক অটোচালকের মুত্যু হয়েছে।
শুক্রবার(২ আগস্ট) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াবদার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত হাফেজুল উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াবদা বাজারের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চৌধুরী বাজার এলাকার বরেন্দ্র সেচপ্রকল্পের বৈদ্যুতিক মিটারের লাইন ভাড়া নিয়ে হাফেজুল নিজের অটোরিক্সা চার্জ দিতেন। রাতে বরেন্দ্র সেচপ্রকল্পের চুরি হওয়ার ভয়ে অটোরিক্সারর সাথে বিদ্যুৎতের তার জড়িয়ে রাখতো অটো চালক হাফিজুল ইসলাম। সকালে অটোরিক্সা নিতে গেলে ওই তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।