বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে কলাগাছের ভেলায় পুকুরে ভাসতে গিয়ে মো. রায়হান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ব্যাপারীর বাজার সুরেক মাষ্টারের গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে ওই গ্রামের আরও ২ শিশু মো. জিম ও মোছা. মরিয়মের সঙ্গে রায়হান খেলতে যায়। এক পর্যায়ে তারা গ্রামের একটি পুকুরে নামে। সেখানে থাকা একটি ভেলায় করে পুকুরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে ভেলাটি কাত হয়ে পড়ে। এতে ভেলায় থাকা ওই তিন শিশুর মধ্যে জিম ও মরিয়ম সাতরে তীরে উঠে স্থানীয় লোকজনকে জানায়। পরে অনেক খোঁজা খুজির পর দুপুর ২টার দিকে রায়হানকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মোস্তারি বেগম জানান, ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়েছে।