
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ছয়টায় উপজেলার ভাটিয়ারী টোব্যাকো গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের মুফিজুর রহমানের ছেলে এরশাদ (৩০), অপরজন অজ্ঞাত।
স্থানীয় সূত্রে জানা যায়, পোর্ট লিংক কন্টেইনার ডিপোর তিন কর্মকর্তা এরশাদ (৩০) মারুফ (২৮)সহ তিনজন বিকেলে নাস্তা করতে ডিপো থেকে বের হন। এ সময় তারা ডিপো গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মুখি আন্তঃনগর সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই পোর্টলিংকের সহকারী অফিসার এরশাদ ও অজ্ঞাত পরিচয়ের সিএনএফ এর এক কর্মকর্তা মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন পোর্টলিংক এমজিএস গ্রুপের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মারুফ।
সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম পোর্ট লিংক কন্টেইনার ডিপোর দুই কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, ‘আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে নিহতদের লাশ বুঝিয়ে দেওয়া হবে।’