ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে জ্বরে আক্রান্তদের রক্ত পরীক্ষা করে ঢাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর ওই আহ্বানের কথা জানান তিনি।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদে বাড়ি যেতে প্রস্তুত জ্বরে আক্রান্ত ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে তবেই ঢাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ আহ্বান জানান।