কুড়িগ্রাম প্রতিনিধি :
‘বন্যাদুর্গত মানুষের পাশে,মানবতার আহ্বানে আমরা মানবতার সেবা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজধানীর ‘ইউনিভার্সাল এমিটি নামের একটি মানবিক সংগঠন।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদরাসা চত্বরে ৬০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে সার্বিক সহায়তা করে রৌমারী প্রেস ক্লাব।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, চিনি, তেল, মসলার প্যাকেট, লাচ্ছার প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট, খাবার স্যালাইন ও নাপা ট্যাবলেট।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জাইদুল ইসলাম মিনু।
অন্যান্যের মধ্যে ইউনিভার্সাল এমিটি’র ফাউন্ডার মেহেদী হাসান, কো-ফাউন্ডার শফিকুল ইসলাম, প্রেসিডেন্ট আসিফ হাসান, সাধারন সম্পাদক পল্লব খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হারিস আহমেদ, সাংগঠনিক সম্পাদক পিয়াস , দপ্তর সম্পাদক বাপ্পি, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, যুগান্তরের উপজেলা প্রতিনিধি এসএম সাদিক হোসেন প্রমুখ।