বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধি :
সারাদেশে ডেঙ্গু রোগীর ভয়াবহতা মোকাবিলায় পেঁপের পাতার রস ব্যবহার শীর্ষক আলোচনাসভা শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাব সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মীর্জা নাসির উদ্দিন মূখ্য আলোচক হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন। কুড়িগ্রাম প্রেসক্লাব অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় তিনি পৃথিবীর বিভিন্ন দেশে পেঁপের পাতার রস ব্যবহারে ডেঙ্গু প্রতিরোধে সাফল্য বিষয়ক আর্টিকেলগুলো উপস্থাপন করেন। ব্যক্তিগতভাবে তিনি ৫জন ডেঙ্গু রোগীর উপর পরীক্ষা-নিরীক্ষা করে সাফল্য পেয়েছেন বলে জানান এবং এটি স্থানীয়ভাবে ব্যবহার করে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণ সম্ভব বলে প্রচারণার আহবান জানান।