বিনোদনঃ
ঈদ উপলক্ষে অন্তর্জালে মুক্তি পেয়েছে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের গল্প ও চিত্রনাট্যে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘তুমিও আমার হতে পারতে’। আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে ১৬ মিনিটের এই বিশেষ চলচ্চিত্রটি উন্মুক্ত হয়েছে ৮ আগস্ট রাতে। স্বরাজ দেবের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান ও পারসা ইভানা।
চলচ্চিত্রটির চিত্রনাট্যের পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। |
ReplyForward
|