বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শাহীন আলম, রাজশাহী প্রতিনিধিঃ
ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেছেন, মহান ত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা আবার আমাদের মধ্যে সমাগত। আমি এই উপলক্ষে আমাদের রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের
সাংসদ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের পক্ষ থেকে পুঠিয়াবাসীকে জানাই ঈদ মোবারক। রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা বাচ্চু বলেন, মহান আল্লাহ্ পাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ঈব্রাহিম (আ.) তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুনাময় আলাহ্ তায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন। ঠিক তেমনি আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই
হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদুল আজহার আগ মুহূর্তে পবিত্র আরবভূমিতে অনুষ্ঠিত হয়েছে হজ। বিশ্বের লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালনের জন্য সেখানে জমায়েত হয়েছেন। এই বৃহত্তম মুসলিম সমাবেশের মাধ্যমে ইসলামী উম্মার ঐক্য, সংহতি ও সহযোগীতা আরও বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ঈদ সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে আমি পুঠিয়াবাসীসহ দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।