ইব্রাহীম খলিল তুহিন, রংপুর প্রতিনিধিঃ
ঈদুল আজহার সময় ডেঙ্গু পরিস্থিতি আরো প্রকট হতে পারে বলে আশঙ্কা করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞরা।
হাসপাতালে শুক্রবার থেকে শনিবার পযর্ন্ত আরো ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশ রোগীই ঢাকায় আক্রান্ত। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১১১ জন।
শনিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান জানান, রংপুরে প্রতিদিন সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৩ জন। তবে বর্তমানে ১১১ জন ডেঙ্গু রোগীর মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে ভর্তি করা হয়েছে।
মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদুজ্জামান বলেন, ১৯ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত হাসপাতালে ২শ’ ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে চলে গেছেন ১শ’ ৬৯ জন। এরমধ্যে ৬ আগস্ট রিয়ানা আকতার নামে তিন বছরের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঈদের মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।