শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / জাতীয় / চলে গেলেন কথাসাহিত্যিক রিজিয়া রহমান **

চলে গেলেন কথাসাহিত্যিক রিজিয়া রহমান **

আলমগীর হোসাইনঃ

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।  ষাটের দশকে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্যে বিচরণ শুরু করেন ৮০ বছর বয়সে মারা যাওয়া রিজিয়া রহমান। রিজিয়া রহমানের একমাত্র ছেলে আবদুর রহমান তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের কোলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন রিজিয়া রহমান। ১৯৪৭ সালের দেশবিভাগের পর পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে আসেন তিনি। শৈশব থেকে বিভিন্ন পত্রিকায় তার কবিতা ও গল্প ছাপা হলেও তার প্রথম গল্পগ্রন্থ অগ্নিস্বাক্ষরা ১৯৬৭ সালে প্রকাশিত হয়। রিজিয়া রহমানের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো- ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা। লিখেছেন অভিবাসী আমি ও নদী নিরবধি নামে দুটি আত্মজীবনী। উপন্যাসে অবদানের জন্য এই কথাসাহিত্যিক ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। চলতি বছর একুশে পদক পান তিনি। পারিবারিক জীবনে রিজিয়া রহমান মো. মীজানুর রহমানের সহধর্মিণী। মীজানুর রহমান ছিলেন একজন খনিজ ভূতত্ববিদ। তাদের একমাত্র ছেলে আব্দুর রহমান।

About admin

Check Also

সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …

২৯৭ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা …

দ্য গার্ডিয়ানের নিবন্ধ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত

অগাস্ট মাসের শুরুতে, যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমনপীড়নের জেরে বাড়তে থাকে লাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *