শুক্রবার , অক্টোবর ৪ ২০২৪
Home / সারা দেশ / ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক **

ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক **

আশিকুর রহমান আশিক,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আয়েশা খাতুন মিম (১৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিমের স্বামী এখলাস উদ্দিন পলাতক রয়েছেন। নিহত মিম উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের দিনমজুর ইদ্রীস আলীর মেয়ে। মিমের বাবা ইদ্রিস আলী জানান, দুই মাস আগে পাশ্ববর্তী রঘুনাথপুর গ্রামের হাশেম আলীর ছেলে এখলাস উদ্দিনের সঙ্গে মিমের বিয়ে হয়। প্রেমের এই বিয়ে ছেলের পরিবার মেনে না নেওয়ায় মিম তার কাছেই থাকতো। বৃহস্পতিবার বিকেলে তার জামাতা এখলাস তাদের গ্রামে এসে মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়েয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মিম রাতে আর বাড়িতে ফেরেনি। তাদের ধারণা ছিল মিমকে এখলাস শ্বশুরবাড়িতে নিয়ে গেছে। তিনি জানান, শুক্রবার সকালে তিনি এখলাসদের বাড়িতে গিয়ে দেখেন সেখানে তার মেয়ে নেই এবং মেয়ের কথা জিজ্ঞাসা করতেই ওই বাড়ির লোকজন তাকে উল্টাপাল্টা কথা বলায় তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর দুপুরে কাষ্টভাঙ্গা গ্রামের একটি লিচু বাগানে মিমের গলা কাটা মৃতদেহ পাওয়া যায়।  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, কাষ্টভাঙ্গা গ্রামের একটি লিচু বাগান থেকে মিম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। মিমের স্বামী এখলাস এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

About admin

Check Also

কাউনিয়ায় সমবায়ীদের নিয়ে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া : উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা সমবায় কার্যালয়ের সার্বিক …

কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর): কৃষি ও কৃষক সেবায় নিয়োজিত আমরা শ্লোগানে রংপুরের …

কাউনিয়ায় বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) থেকে: কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সারাদিন উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *