শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / জাতীয় / ঢাকার মিরপুরে চলন্তিকার মোড় বস্তিতে আগুন **

ঢাকার মিরপুরে চলন্তিকার মোড় বস্তিতে আগুন **

আলমগীর হোসাইনঃ

রাজধানীর মিরপুর-৬ নম্বরে মিল্কভিটা মোড় সংলগ্ন একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।  ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রূপনগর থানার পেছনের এলাকা চলন্তিকার মোড়ের ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তীব্রতা বিবেচনায় দ্রুত ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। আরও কিছু ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয় তা কেউ নিশ্চিত করতে পারেননি। তবে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে প্রথম বস্তি থেকে আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখে লোকজন। বস্তির ঘরগুলো কাঁচা হওয়ায় অল্প সময়ের মধ্যেই আগুন অনেকটা জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় কয়েকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যান। এর মধ্যেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। এর আগে বুধবার রাতে পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকার প্লাস্টিক কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর নেভানো সম্ভব হয় সেই আগুন। তবে ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।

About admin

Check Also

সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …

২৯৭ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা …

দ্য গার্ডিয়ানের নিবন্ধ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত

অগাস্ট মাসের শুরুতে, যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমনপীড়নের জেরে বাড়তে থাকে লাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *