শুক্রবার , অক্টোবর ৪ ২০২৪
Home / সারা দেশ / ইটনায় ভূমি অফিসের পিয়নকে কুপিয়ে হত্যা **

ইটনায় ভূমি অফিসের পিয়নকে কুপিয়ে হত্যা **

ইখলাছ উদ্দিন রিয়াদ,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় ফুটবল খেলা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেরাজ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার এলংজুরী বাজারে এই ঘটনা ঘটে। নিহত মেরাজ মিয়া উপজেলার এলংজুরী ইউনিয়নের এলংজুরী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এলংজুরী ইউপি চেয়ারম্যান মো. গোলাপ মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে  স্থানীয় মেম্বার শরাফত মিয়ার পক্ষের লোকজনের ঝগড়া হয়। বিষয়টি মিটমাট করার জন্য শুক্রবার সকালে উভয়পক্ষ এলংজুরী বাজারে সালিশে বসে। এ সময় শরাফত মেম্বারের লোকজনের হাতে ইউপি চেয়ারম্যান মো. গোলাপ মিয়া লাঞ্ছিত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসন করে। বিষয়টি ফয়সালা করার জন্য বিকালে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ সমঝোতা বৈঠকে বসে। সমঝোতা বৈঠকের এক পর্যায়ে বাজারে একটি দোকান থেকে মালামাল কিনতে যান মেরাজ মিয়া। এ সময় দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন মেরাজ মিয়ার ওপর চড়াও হয়। তারা মেরাজ মিয়াকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেরাজ মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

About admin

Check Also

কাউনিয়ায় সমবায়ীদের নিয়ে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া : উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা সমবায় কার্যালয়ের সার্বিক …

কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর): কৃষি ও কৃষক সেবায় নিয়োজিত আমরা শ্লোগানে রংপুরের …

কাউনিয়ায় বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) থেকে: কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সারাদিন উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *