কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুফুর বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রঞ্জন চন্দ্র সেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রঞ্জন চন্দ্র সেন লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের গযেন চন্দ্র সেনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, রঞ্জন চন্দ্র সেন মায়ের সাথে ফুফুর বাড়ি উপজেলার বোর্ডের হাট সেনপাড়ায় বেড়াতে আসে। সেখানে খেলাধুলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।