শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / জাতীয় / খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে আলোচনা চলছে: আইনমন্ত্রী **

খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে আলোচনা চলছে: আইনমন্ত্রী **

আলমগীর হোসাইনঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আইনের শাসনের দেশ। খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রের আদালতে গেছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর আরেক খুনি মহিউদ্দিনকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিল। তাই আমাদের বিশ্বাস, খুনি রাশেদ চৌধুরীকেও তারা নিশ্চয়ই ফিরিয়ে দেবে। তিনি বলেন, রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। শুক্রবার বিকেলে কসবা সুপার মার্কেট চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন এতে সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণের জন্য বিএনপি সরকার সাহায্য করেছিল। তারা নূর চৌধুরীকেও সাহায্য করেছে। ডালিমের স্ত্রী মারা যাওয়ার পর তার মরদেহ পাকিস্তান থেকে যখন এখানে আসে তখন খালেদা জিয়ার মুখ্য সচিব গিয়ে মরদেহ গ্রহণ করেছিলেন। এই হলো বিএনপির ইতিহাস। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সাবেক চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান রুহুল আমীন ভূঁইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী প্রমুখ।

About admin

Check Also

সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …

২৯৭ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা …

দ্য গার্ডিয়ানের নিবন্ধ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত

অগাস্ট মাসের শুরুতে, যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমনপীড়নের জেরে বাড়তে থাকে লাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *