গোলাম মাহবুব, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ঢাকা-চিলমারী আন্তনগর ট্রেন চালু করার দাবীতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় চিলমারী উপজেলা পরিষদ চত্ত¡রে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর এই চার উপজেলার মানুষের অংশ গ্রহণে ঘন্টাব্যাপী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কতই থাকিম মুই আন্তনগর ট্রেনের পথ চায়া। উন্নয়নে গতি আনতে চিলমারী বন্দর পর্যন্ত আন্তনগর ট্রেন চাই। উলিপুর টু রাজীবপুর বঞ্চনা আর কত দূর। যদি বাহে উন্নয়ন চান, ভাওয়াইয়া এক্সপ্রেস বন্দর নগরীতে দিয়া যাও রে……। ইত্যাদি
শ্লোগান লেখা পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ঢাকা থেকে চিলমারী পর্যন্ত সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ হাসান নলেজ, সাধারণ সম্পাদক রাকিব মুহাম্মদ, মুক্তিযোদ্ধা সাংসদের ডিপুটি কমান্ডার মোজাফ্ফর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, অর্থ সম্পাদক প্রণয় কৃষ্ণ রায়, চিলমারী উপজেলা কমিটির আহŸায়ক গোলাম আযম সুমন প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তরা বলেন, গণকমিটি কুড়িগ্রামবাসী দীর্ঘদিন থেকে ঢাকা-চিলমারীর জন্য আন্তনগর ট্রেনের দাবিতে আন্দোলন সংগ্রাম করছে। এ দাবীর পেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে ১০ সেপ্টেম্বর কুড়িগ্রাম-ঢাকা রেলপথে একটি আন্তনগর ট্রেন উদ্বোধন করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী করছি, কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে আন্তনগর ট্রেনটি চিলমারী বন্দর পর্যন্ত চালু করা হোক।
এ সময় বক্তারা আরো বলেন, ‘কুড়িগ্রাম তুলনামূলকভাবে পিছিয়ে পড়া একটি জনপদ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় এখানকার কৃষকদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত ফসল অল্প খরচে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্রি করা সম্ভব হচ্ছে না। স্বল্প সময় এবং অল্প খরচে ভ্রমণসহ অন্যান্য সুবিধার জন্য আন্তনগর ট্রেনটি চিলমারী পর্যন্ত চালু করা হোক।
Check Also
কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …
বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …
চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …