বুধবার , অক্টোবর ৯ ২০২৪
Home / সারা দেশ / কুড়িগ্রামে প্রতিবন্ধী সন্তানের সন্ধানে পাগোল প্রায় মা **

কুড়িগ্রামে প্রতিবন্ধী সন্তানের সন্ধানে পাগোল প্রায় মা **

মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ কম্পেরহাট এলাকার বিধবা হাজেরা বেওয়া (৪৮) প্রতিবন্ধী সন্তান হাফিজুর (২০) কে ফিরে পেতে পাগোলের মত ছুটে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। প্রায় ৮ মাস আগে সন্তান হারিয়ে গেলেও এখনও আশা ছাড়েননি তিনি। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এসে এই মা সংবাদকর্মীদের অনুরোধ করেন তার সন্তানকে খুঁজে পেতে।

হাজেরা বেওয়া জানান, দশ বছর আগে তার স্বামী আব্দুল ওয়াহাব আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তখন হাফিজুরের বয়স দশ বছর। ছেলে হামিদুল ও বড় মেয়ে আলেয়াকে নিয়ে অথৈ সাগরে পরেন তিনি। এরপর বড় মেয়ে তার জামাইসহ সাভারের বাঘের বাজারে লিপি গার্মেন্টসে কাজ করতে যায়। ৬ বছর পূর্বে তার বড় পূত্র হামিদুলও ধামরাই নবীনগরে কাজ করতে যায়। অসুস্থ হাফিজুরকে নিয়ে বাড়ীতেই ছিলেন হাজেরা বেওয়া। ঘটনার তিন মাস পূর্বে ঢাকায় মেয়ের কাছে ছোট সন্তানসহ আশ্রয় নেন হাজেরা বেওয়া। এসময় তিনি অন্যের বাড়ীতে রান্নার কাজ জুটে নেন। ভালই চলছিল দিনকাল। এরই ফাঁকে একদিন ছেলেসহ বঙ্গবন্ধু সাফারী পার্ক এলাকায় কাজ খুঁজতে গিয়ে প্রতিবন্ধী ছেলে হাফিজুরকে হারিয়ে ফেলেন তিনি। সেই যে হারিয়ে ফেললেন এরপর আর তাকে কোথাও খুঁজে পাচ্ছেন না। তিন/চারদিন ধরে পুরো এলাকা তল্লাশি চালিয়েও সন্তানের মুখ দেখতে না পেয়ে পাগোল প্রায় হয়ে গেছেন তিনি। এনিয়ে গাজীপুর হতাপাড়া থানায় সন্তান হারানোর জন্য জিডি করেও আইন-শৃংখলা বাহিনীর কাছ থেকে সন্ধান পানিনি তার পূত্রের।

কুড়িগ্রাম প্রেসক্লাবে এসে এই মা কাতর স্বরে সংবাদকর্মীদের জানান, ‘‘বাবাজিরা হুনলাম তোমাগো কইলে পত্রিকায় ছবি দিলে আমার পোলাডা র্ফিরা পাওন যাইবো। তাই ঢাহাতন ছুইট্টা আইছি। আমাগো পোলাডারে একটু খুইজা দেন বাবাজিরা।’’

কেউ যদি এই প্রতিবন্ধী সন্তানটির কোথাও কোন সন্ধান পান তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন এই সন্তানহারা মা। মোবাইল: ০১৭৮৫-০৯৯৯৮৪।

About admin

Check Also

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

কাউনিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে জন্ম ও মৃত্যু নিবন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *