আলমগীর হোসাইন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকায় ২টি উপজেলার মধ্যে রৌমারী উপজেলাটি বিভিন্নভাবে আলোচিত। এ উপজেলার ৪নং রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (শালু) প্রথম দিক থেকেই অতি কৌশলে ধীর গতিতে অনিয়ম ও দূর্নীতির অতল গহব্বরে আসতে শুরু করে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পরেই দূর্নীতির গোপন খবরের বিরুদ্ধে পরিষদের নির্বাচিত সদস্য ও সদস্যাগণ শোচ্চার হয়ে ওঠে। দূর্নীতি যাতে করতে না পারে সেজন্য মৌখিক ভাবে হাজারো বলার পর অবশেষে ৮জন সদস্য লিখিত অভিযোগ রৌমারী উপজেলা চেয়ারম্যান বরাবরে দাখিল করে। দফায় দফায় উপজেলা পরিষদের হল রুমে মিটিং হওয়ার পরেও চেয়ারম্যান সাহেব তার একলা চলো নীতি পরিহার করতে নারাজ বলে মহিলা সদস্যা মোছাঃ সাহিদা খাতুনের পক্ষ থেকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পুনরায় দরখাস্ত করা হলে উভয় পক্ষকে নোটিশ দিয়ে ডেকে ২৯/০৫/২০১৯ইং মিটিং করে সকল দাবী মেনে নেয়ার প্রস্তাব পাস হয়। দুঃখের বিষয় আজ পর্যন্ত পরিষদের মেম্বারগণের কোন দাবী চেয়ারম্যান মেনে নেয়নি বলে মেম্বারদের পক্ষ থেকে জানানো হয়। বর্তমান সরকারের উন্নয়নের কার্যক্রম দারুনভাবে ব্যাহত হচ্ছে বলে পুনরায় কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে মেম্বারগণ একত্রিত হয়ে অভিযোগ করেন। এ লিখিত অভিযোগের বিষয়টি জেলা প্রশাসক মহোদয় এডিসি জেনারেল মহোদয়কে গভীর ভাবে দেখার জন্য জানিয়েছেন বলে জানা যায়।
৪নং রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (শালু) এর বিরুদ্ধে ২০১৮-২০১৯ অর্থ বছরের ভিজিডি কার্ড ২০-২৫টি নিজেই ব্যবহার করেছেন। নিজের ইচ্ছামত প্রকল্প সাজিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। রেজুলেশন ছাড়া ১% ও ৫% টাকা হাতিয়ে নিয়েছেন। গোয়াল গ্রাম ইউনিয়ন পরিষদের সরকারী জায়গায় রেজুলেশন বিহীন দুটো ঘর তুলে লীজ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। এলজিএসপির চেক হোল্ডার মোছাঃ সাহিদা খাতুনকে বাদ দিয়ে রেজুলেশন বিহীন অন্য আর একজনকে দায়িত্ব দিয়ে টাকা ভাগবাটোয়ারা করেছেন। ২০১৭-২০১৯ ইং “জরিনা নূরানী মাদ্রাসা”র নামে একাধিক ভূয়া প্রকল্প দেখিয়ে সরকারী কোষাগারের টাকা তছনছ করেছেন। আবার ২০১৭-২০১৯ইং এ ইউনিয়ন পরিষদের আয়ের টাকা ব্যাংকে জমা না করে পকেটে জমা রেখেছেন। দু’জন মেম্বার ও ১জন মহিলা মেম্বারকে হাতে নিয়ে প্রকল্প সাজিয়ে অগণিত টাকা পয়সা লুটপাট করেছেন মর্মে বর্তমানে মোঃ রবিউল করিম (মেম্বার), মোঃ রবিউল ইসলাম রানা (মেম্বার), মোছাঃ সাহিদা আক্তার (১,২,৩ ম- মেম্বার) , মোঃ শাহ আলম (মেম্বার), মোঃ আরশাদ হোসেন হেলাল (মেম্বার), মোঃ ইব্রাহীম খলিল (মেম্বার), মোঃ কলিম চান (মেম্বার) এবং সিনিয়র মহিলা মেম্বার মোছাঃ সাহিদা খাতুন (৭,৮,৯ ম- মেম্বার) বর্তমানে ইউনিয়ন পরিষদ বর্জন করে সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ চালিয়ে যাচ্ছেন।
৮জন ইউনিয়ন পরিষদ বর্জনকারী মেম্বার ও এলাকাবাসী সেই সঙ্গে গোয়াল গ্রাম ইউনিয়ন পরিষদের সুধীজনের একটাই দাবী ৪নং রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমস্ত অপকর্মের সঠিক তদন্ত করে পুনরায় ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ ও দূর্নীতির বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হোক।
এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান মোঃ শেখ আব্দুল্লাহ্’র সঙ্গে দেখা হলে তিনি জানান ঘটনাটি চেয়ারম্যানকে হাজারো বুঝানোর পর অন্যদিকে মোড় নিয়েছে। অনিয়ম ও দূর্নীতির বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে টেলিফোনে কথা হলে তিনি জানান যে, কার্ডের মাল গোডাউনে রক্ষিত আছে। আমার বিরুদ্ধে দরখাস্ত করার কারণ মেম্বাররা তাদের পছন্দের লোককে প্যানেল চেয়ারম্যান দিতে বলে। আমি সেটা করি নাই। উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তিনি অফিসিয়াল কাজে ব্যস্ত রয়েছেন মর্মে অফিস সূত্রে জানা গেছে।
Home / সারা দেশ / কুড়িগ্রাম রৌমারী উপজেলার ৪ নং রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মেম্বারদের কঠোর অবস্থান **
Check Also
কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …
বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …
চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …