এম এ খান লিমনঃ
কুড়িগ্রামের উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে প্রতিকী ফাঁসির আয়োজন করা হয়।
রোববার (১৮ আগষ্ট) রাতে পৌর শহরে শেখ রাসেল চত্বরে খুনিদের প্রতিকী ফাঁসির মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, সংগঠনের উপজেলা কমিটির সভাপতি সৌভিক প্রসাদ পান্ডে, সাধারন সম্পাদক প্রণয় সরকার প্রীতম, সাংগঠনিক সম্পাদক কৌশিক সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক জুলফিকার আলী জয়, দপ্তর সম্পাদক রাজ কুমার বর্মন রাজু, সজিব সরকার, সৌরভ আল ইমরান প্রমুুখ।
বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবী জানান।