শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / উলিপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা,আহত-৫

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা,আহত-৫

 জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রূতার জের ধরে ভ্যান চালক প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের চৌমহনী বাজার এলাকায় । আহত ভ্যান চালক মোজাম্মেল হক(৬৫), লালবিবি বেগম(৫৫), মোরশেদ হাসান লালু(২৯) ও শান্তনা বেগম(২৪) আরিফা বেগম(২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফকরুল ইসলাম আহতদের চিকিৎসার বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারী চৌমহনী বাজার এলাকার ভ্যান চালক মোজাম্মেল হকের পুত্র মোর্শেদ হাসান লালুর সাথে একই এলাকার সমছেল আলীর পুত্র সাবেক সেনা সদস্য এরশাদুল হকের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সকালে এরশাদুল হক দলবল নিয়ে প্রতিপক্ষ লালুর বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালিয়ে মোজাম্মেল হক, স্ত্রী লালবি বেগম, পুত্র মোরশেদ হাসান লালু, পুত্রবধু আরিফা বেগম ও কন্যা সান্তনা বেগমকে মারপিট করে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এঘটনায় ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার বলেন,আহতদের চিকিৎসা চলছে।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *