মমতাজ সাথী,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল শোক র্যালী বের করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, সহ-সভাপতি বাবু ইশ্বরচন্দ্র বর্মন, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুগ্নসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।