ইব্রহীম খলিল তুহিন, রংপুর প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে পাঁচজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার রাতে এ জরিমানা করেন ইউএনও মোছা. উলফৎ আরা বেগম। দণ্ডিতরা হলেন- লালমনিরহাট পাটগ্রামের রসুলগঞ্জ গ্রামের মজিবর রহমানের মেয়ে পারভিন আকতার, কাউনিয়ার ব্রেইলি ব্রিজ এলাকার গফ্ফারের স্ত্রী দেহ ব্যবসায়ীর দালাল মমতাজ বেগম, একই এলাকার বাড়ির মালিক তোফাজ্জলের ছেলে জব্বার হোসেন, হাসনাত গ্রামের নুর জামালের ছেলে খদ্দের লিমন মিয়া ও মধুরাম গ্রামের আশরাফের ছেলে মিলন মিয়া।
ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী ফারুক হাসান জানান, উপজেলার কুর্শা ইউপির ব্রেইলি ব্রিজ এলাকায় জব্বারের বাড়িতে মমতাজের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছিল। মঙ্গলবার রাতে ওই বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় দণ্ডিত পাঁচজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে থানা পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিনি আরো জানান, আটকরা তাদের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত দেহ ব্যবসায়ীর দালাল মমতাজ ও বাড়ির মালিক জব্বারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দেহ ব্যবসায়ী ও দুই খদ্দেরকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে রাতেই জরিমানা পরিশোধ করলে তাদের ছেড়ে দেয়া হয়। ইউএনও মোছা. উলফৎ আরা বেগম জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আসামিদের জরিমানা করা হয়েছে।
Check Also
কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …
বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …
চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …