![](https://www.channel69.tv/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ইব্রাহীম খলিল তুহিন, রংপুর প্রতিনিধিঃ
২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার দুপুরে মিছিল সমাবেশ করেছে রংপুর মহানগর শ্রমিকলীগ। এসময় বেতপট্টি মোড়ের শ্রমিকলীগ কার্যালয় থেকে একটি মিছিলটি বের হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন, মহানগর শ্রমিকলীগ ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর শামিমসহ শ্রমিকলীগের নেতারা।
এসময় বক্তারা বলেন, বিএনপি ও জামাত জোট একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দিয়েছে।
তারা আরো বলেন, আমরা ২১ আগস্টের অপরাধীদের বিচার অবিলম্বে শেষ করার দাবি জানাচ্ছি। দিনটি উপলক্ষে নগরীর ৩৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতারা নিহতদের স্বরণে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে।