শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / কুড়িগ্রামে ৩ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থরা পাবেন নগদ অর্থ সহায়তা।

কুড়িগ্রামে ৩ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থরা পাবেন নগদ অর্থ সহায়তা।

এম এ খান লিমন ঃ
বাংলাদেশের উত্তারাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জরুরী সহায়তা প্রকল্পের আওতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার কচাকাটা ও বল্লভের খাস ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের ১ কোটি ৩০ লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হবে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলভমেন্ট কো-অপারেশন এজেন্সীর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সলিডারিটি কুড়িগ্রামে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ৫ মাসের এ প্রকল্পে নগদ অর্থ বিতরণের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, শিশু সুরক্ষাসহ অন্যান্য কর্মকান্ড মিলে মোট ব্যায় হবে ২ কোটি ১ লাখ ১৫ হাজার ২শত টাকা। ঐ ৩টি ইউনিয়নের ২ হাজার ৬শত ক্ষতিগ্রস্থ পরিবার প্রত্যেকে ৫ হাজার টাকা করে সহায়তা পাবে। বুধবার নাগেশ্বরী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের অবহিত করণ সভায় এসব তথ্য জানান প্রকল্প সংশ্লিষ্টরা। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামছুজ্জামান, প্লান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার ঋষিকেশ সরকার, মানব সম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন-অর রশিদ লালসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ।
প্রকল্পটি ১ আগষ্ট থেকে কার্যক্রম শুরু হয়ে আগামী ৫ মাসের মধ্যেই সম্পন্ন হবে।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *