মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দী মালোপাড়ায় রিনা বিশ্বাস (৪৮) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রিনা বিশ্বাস হরিন্দী মালো পাড়ার সরজিৎ বিশ্বাসের স্ত্রী।
শনিবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, হরিন্দী গ্রামে এক গৃহবধূ বিষপান করে ফরিদপুর মেডিকেলে মারা গেছেন। রেবাবার তার মরদেহ বাড়িতে আসার কথা। স্বামীর সাথে ঝগড়া বিবাদের কারণে তিনি বিষপান করেছেন বলে প্রাথমিভাবে জানা গেছে। তিনি ঋণের দায়ের আত্মহত্যা করেছেন এমন তথ্য জানা নেই। তবে অভাবগ্রস্ত পরিবার হওয়ায় বিভিন্ন স্থান থেকে ধার দেনা করতে পারেন, এটা একান্তই তাদের পারিবারিক ব্যাপার।
রিনা বিশ্বাসের পুত্রবধূ কল্পনা বিশ্বাস বলেন, সংসারের প্রয়োজন ও স্বামীর ব্যবসায়ের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে পল্লি দরিদ্র ফাউন্ডেশন থেকে ৪০ হাজার টাকা লোন নেন রিনা বিশ্বাস। এ বছর শ্রীপুর আশা এনজিও ও অপি নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার কাছ থেকে তিনি আরো ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু স্বামীর ব্যবসায়ে লোকশান হতে থাকে। এক পর্যায়ে সুদে আসলে লোনের টাকা দ্বিগুন হয়ে যায়। কয়েক মাস আগে বসত ভিটার অধিকাংশ জমি বিক্রি করে কিছু টাকা শোধ করেন। কিন্তু এক মাস ধরে এনজিও ও দাদন ব্যবসায়ির কিস্তির টাকা দিতে ব্যর্থ হন। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রিনা বিশ্বাস বুধবার দিবাগত গভীর রাতে বিষপান করেন। প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তাকে নেওয়া হয়। পরদিন সন্ধ্যায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়।