নোয়াখালী প্রতিনিধিঃ
নিখোঁজের চারদিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত দোকানের মাছের ঝুঁড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বেগমগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শিশুর নাম ইমরান হোসেন (৮)। সে শরীফপুর গ্রামের শামছুল হকের ছেলে ও ছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় ইমরান। এ ঘটনায় সোমবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় ইমরানের বাবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে ইমরান বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। এরপর ইমরান বাড়িতে না আসায় পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। রোববার রাত ৯টার দিকে ছয়ানী বাজারের একটি পরিত্যক্ত দোকান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন ঘরটিতে ঢুকে একটি মাছের ঝুঁড়ির ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ইমরানের মরদেহ দেখতে পায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইমরানকে অপহরণ করে হত্যার পর মরদেহ পলিথিনে মুড়িয়ে মাছের ঝুঁড়িতে ফেলে রেখে যাওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. শাহজাহান শেখ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ মাঠে নেমেছে।