এম এ খান লিমন,বিশেষ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার(২৯ আগষ্ট) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।
তিনি আরো বলেন,নাগেশ্বরীর দুইশত জনের তালিকা তার হাতে আছে।তার নেতৃত্বে সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।রামখানা ইউনিয়নে একটি পুলিশি চেকপোষ্ট বসানোর পরিকল্পনার কথা জানান তিনি।এসময় উপস্থিত জনতা পুলিশ সুপারের কথায় হাততালি দিয়ে সমর্থন জানায়।
জনগণের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান,যদি কোন মাদক ব্যবসায়ী/সেবি সাধারণ মানুষকে হুমকি/ভয়ভীতি দেখায় তাহলে সরাসরি তার ফোন নম্বরে জানানোর কথা বলেন।এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।
এসময় রামখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান,উপজেলা নির্বাহী অফিসার নুর আহম্মেদ মাছুম,অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান,নাগেশ্বরী সহকারী কমিশনার(ভূমি) আল ইমরান,নাগেশ্বরী থানা কর্মকর্তা রওশন কবীর,কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র উপদেষ্টা মোঃ আবু জাফর সোহেল রানা প্রমুখ।
মাদক বিরোধী সমাবেশে দুই নারী সহ ৩৬জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করে।পরে পুলিশ সুপার তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
সমাবেশে সম্মানিত ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।