গোলাম মাহবুব (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
শুক্রবার কুড়িগ্রামের চিলমারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীর ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্তরা হচ্ছে পাত্রখাতা এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে নায়েব আলী(৩০) ও পারাসাদুয়া এলাকার ময়দান আলীর ছেলে ফরিদুল হোসেন(৩২)। জানাগেছে, ধৃত দুই ব্যাক্তি দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ব্যবসায় করে আসছিল। ইতিপূর্বে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাদের বালু উত্তোলন না করতে সতর্ক করে দেন। শুক্রবার সকালে অভিযোগের ভিত্তিতে পাত্রখাতা এলাকায় বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা পুলিশ ফোর্স নিয়ে তাদের হাতেনাতে আটক করেন এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থা আইনে উভয়ের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Check Also
কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …
বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …
চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …