বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

মন্ত্রীর প্রটোকলের এএসআই বোমায় আহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশের ওপর হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯টার দিকের এ ঘটনায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত এসআই শাহাবুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্যজনের নাম জানা যায়নি।

কেন কী কারণে কারা ওই বোমা ছুড়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ সদস্যরা। তারা আলামত সংগ্রহ করছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ চৌধুরী সমকালকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হাতবোমা ছোড়া হয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, ওই বোমার হামলার সঙ্গে উগ্রপন্থি কোনও গোষ্ঠী জড়িত কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত জুলাইয়ে রাজধানীর পৃথক দুটি এলাকায় পুলিশের ট্রাফিক বক্সের সামনে বোমা পাওয়া যায়। কে বা কাো দুটি প্যাকেটে বোমা রেখে যায় খামারবাড়ি ও পল্টনে।

ওই সময় পুলিশ জানায়, ট্রাফিক বক্সে পাওয়া দুটি বোমা ইমপ্রোভাইজড এপপ্লোসিভ ডিভাইস (আইইডি)। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল বোমা দুটি।

তার আগে ২৬ মে মালিবাগে এসবি কার্যালয়ের সামনে পুলিশের পিকআপ ভ্যানে এবং ৩০ এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। এসব ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।

এ দুই ঘটনাতেই কথিত আইএসের নামে দায় স্বীকার করা হলেও পুলিশ জানায়, দেশীয় কেউ এতে জড়িত। পুলিশ বক্সে পাওয়া কোনও বোমার রহস্য এখনও বের করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *