অনলাইন ডেস্ক:
ম্যানচেস্টার সিটিও চলতি মৌসুমে এখনও হারের স্বাদ পায়নি। লেস্টার সিটিও আছে অপরাজিত। তবে দুই দলই এক ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে। চলতি মৌসুমে শুরুর চার ম্যাচেই জয় পাওয়া ইংলিশ লিগের একমাত্র দল লিভারপুল। শনিবার রাতের ম্যাচে তারা ৩-০ গোলের বড় জয় পেয়েছে। অল রেডসদের কাছে বার্নলি নিজেদের মাঠে পাত্তাই পায়নি।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জার্গেন ক্লপের শিষ্যরা। তবে শুরুতে গোল মুখ খোলে বার্নলিই। ম্যাচের ৩৩ মিনিটে নিউজিল্যান্ড ফুটবলার ক্রিস উড নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। এরপর ম্যাচের ৩৭ মিনিটে ব্রাজিল স্ট্রাইকার রর্বাতো ফিরমিনোর দেওয়া পাস থেকে গোল করেন সাদিও মানে। অল রেডসরা এগিয়ে যায় ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধে সুবিধা করতে পারেনি কোন দল। আক্রমণের ফুল ফুটিয়েও গোল পাচ্ছিল না লিভারপুল। তবে ম্যাচের ৮০ মিনিটে গোল করেন ফিরমিনো। মিসর তারকা মোহামেদ সালাহর বাড়ানো বল ধরে গোল করেন ফিরমিনো। ওই গোলেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ী ও লিগে দুইয়ে শেষ করা লিভারপুল।
ব্রাজিল স্ট্রাইকার ফিরমিনো এদিন লিভারপুলের হয়ে নিজের ৫০তম গোল পূর্ণ করেন। এ নিয়ে অল রেডসরা লিগে টানা ১২ ম্যাচে জয় পেয়েছে। ১৯৯০ সালের অক্টোবরের পরে তারা টানা ১২ ম্যাচে জয়ের কীর্তি গড়ল। এছাড়া ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুল তাদের ইতিহাসে কখনো টানা ১৩ লিগ ম্যাচে জয় পায়নি। আন্তর্জাতিক বিরতির পরে দারুণ এই রেকর্ডে চোখ থাকবে জার্গেন ক্লপের।