বুধবার , অক্টোবর ৯ ২০২৪
Home / খেলা-ধুলা / নাগেশ্বরীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু **

নাগেশ্বরীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু **

মজিবর রহমানঃ

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত নাগেশ্বরীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার সকাল ১১ টায় ডি.এম.একাডেমী ফুটবল মাঠে এর উদ্বোধণ করেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রধান অতিথি সাংসদ আছলাম হোসেন সওদাগর, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বাবুল করিম, আতাউর রহমান খোকা, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারান সম্পাদক নুরল ইসলাম প্রমুখ। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে ১ পৌরসভা ও ১৪ ইউনিয়ন চ্যাম্পিয়ান ৩০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি বালক ও ১৫টি বালিকা দল।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *