মজিবর রহমানঃ
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত নাগেশ্বরীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার সকাল ১১ টায় ডি.এম.একাডেমী ফুটবল মাঠে এর উদ্বোধণ করেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রধান অতিথি সাংসদ আছলাম হোসেন সওদাগর, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বাবুল করিম, আতাউর রহমান খোকা, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারান সম্পাদক নুরল ইসলাম প্রমুখ। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে ১ পৌরসভা ও ১৪ ইউনিয়ন চ্যাম্পিয়ান ৩০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি বালক ও ১৫টি বালিকা দল।