কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমান হোসেন ওরফে ভুট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে গাঁজার গাছসহ আটক করেছে পুলিশ।
আটক ইমান হোসেন ওরফে ভুট্টু ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র।
জানা যায়,মঙ্গলবার রাতে ওই গ্রামের ভুট্টুর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ ভুট্টুকে আটক করে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান,ইমান হোসেন ওরফে ভুট্টুর বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।