কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৩ কেজি গাঁজা ও ১৮ বােতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় পুলিশ হাতেনাতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ফুলবাড়ী থানার এস আই গােলজার হােসন শুক্রবার সকালে গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে মােটর সাইকেলের গতিরােধ করে তিন কেজি গাঁজাসহ হাতেনাতে তাদেরকে আটক করা হয়েছে।
অপর দিকে একই কায়দায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ এস আই আব্দুর রউফ বাের্ডের হাট এলাকা থেকে ১৮ বােতল ফেনসিডিলসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, রংপুর জেলার পীরগাছা উপজেলার চাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে তাঁরা মিয়া (৩৭), ও তার স্ত্রী ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকাটাল গ্রামের শহিদারের মেয়ে রেহেনা বেগম (২৯) এবং রংপুর জেলার পীরগাছা উপজেলার আদম পাড়া গ্রামের মৃত আবুলের ছেলে শেখ ফরিদ (৪৫)।এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।