সোমবার , অক্টোবর ৭ ২০২৪
Home / সারা দেশ / ধামরাইয়ে বাবার সামনে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু **

ধামরাইয়ে বাবার সামনে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু **

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাইয়ে বাবার সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফোয়াদ হোসেন (৭) ও শিপলু (১২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চর রাজাপুর বংশী নদীতে বাবার চোখের সামনে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ফোয়াদ হোসেন ও শিপলু গাজীপুরের মাওনা এলাকার রাসেল হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, নিহত ফোয়াদ ও শিপলু তার বাবা-মার সঙ্গে কয়েকদিন আগে চর রাজাপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুর দুইটার দিকে তারা দুই ভাই বাবা রাসেল হোসেনের সঙ্গে নানা বাড়ির পাশেই বংশী নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানায় দুই ভাই বাবার চোখের সামনেই নদীর স্রোতে পানিতে ডুবে যায়। একপর্যায়ে বাবার চিৎকার শুনে আশেপাশের লোকজন প্রায় আধাঘন্টা খোঁজার পর বেলা আড়াইটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি দুই ভাই পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

About admin

Check Also

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণ কে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়া উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণ কে …

কুড়িগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (প্যারেড পরীক্ষা)- ২০২৪,  ২ …

কাউনিয়ায় পিএসজি কমিটির আন্তঃধর্মীয় সংলাপ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *