কুয়াকাটা প্রতিনিধিঃ
আমতলী-কুয়াকাটা মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শহীদ সিকদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার সকালে আমতলীর বান্দ্রা বাসষ্ট্যান্ডে কুয়াকাটাগামী সাকুরা পরিবহন ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত শহীদ আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাদের সিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কলাপাড়া থেকে অটোরিকশা চালিয়ে আমতলীতে ফিরছিলেন শহীদ। এ সময় বান্দ্রা বাসষ্ট্যান্ড সংলগ্ন বাক ঘুরতে গিয়ে কুয়াকাটাগামী সাকুরা পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শহীদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ কলাপাড়া থেকে ঘাতক বাসটি আটক করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাওকে গ্রেফতার করতে পারেনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার সমকালকে বলেন, ঘাতক বাসটি আটক করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।